চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার এবং হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউছুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা রুহুল আমিন, চৌঠাইমহল মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মুফতী আবুল বাশার, নাজিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিপ মো. আবু হাচান খান ও মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে পরাজিত শক্তি উগ্র হিন্দু সংগঠন ইসকনকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা চট্টগ্রামে নিরপরাধ তরুণ আইনজীবী আলিফকে গলাকেটে করে হত্যা করেছে। তারা হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর করেছে। তাই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধসহ অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
সনাতনীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বো, ইনশাল্লাহ।’
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.