দুর্নীতিবাজ সরকার ও রাজনৈতিক দলগুলো তাদের আর টানতে পারছে না।তারা পড়াশোনা শেষ করে দেশের উন্নয়নের লক্ষ্যে একটি উন্নত দেশে অভিবাসী হতে আগ্রহী। আফ্রিকার বেশির ভাগ দেশের সরকার বেজায় রকমের দুর্নীতিপরায়ণ। নতুন প্রজন্ম তাদের ওপর চরম বিরক্ত। নাইজেরিয়ায় তরুণ প্রজন্মের মাঝে একটি স্ল্যাং প্রচলিত। সেটি হচ্ছে ‘জাপা’। ইয়ুরবা ভাষায় যার অর্থ ‘পালিয়ে যাও’। মজার ব্যাপার হচ্ছে, এই পালিয়ে যাওয়াকেও তারা দেশপ্রেম ভাবছে। এক ছাত্র বলেছেন, “সব ছাত্রের মাঝে ‘জাপা সিনড্রোম’ রয়েছে। এটাই আমাদের দেশপ্রেম।”
শিক্ষার্থীরা বলছে, অসহ্য লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনাই করতে পারছে না। তারা রাজনীতিতে না জড়িয়ে নানা ধরনের সমাজসেবামূলক তৎপরতায় নিজেদের জড়িয়ে রাখছে। তারা মনে করছে, রাজনীতিবিদদের মাঝে তরুণদের সংখ্যা বেশি হওয়া উচিত। তাহলে দেশ এগিয়ে যাবে।
জাতিসংঘের প্রতিবেদন মতে, সাব-সাহারান দেশগুলোর ৭০ শতাংশ জনগোষ্ঠীর গড়পড়তা বয়স ৩০। তারা আবার রাজনীতিসচেতন। প্রচলিত রাজনৈতিক দলগুলোর ওপর তাদের কোনো আস্থা নেই। তাদের বিশ্বাস, আফ্রিকার নতুন প্রজন্মকে জাগাতে পারলে তারা একদিন বিশ্বটাকে জয় করতে পারবে।