বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় তেজগাঁও কলেজ ক্যাম্পাসের বাইরে ফার্মগেটের মূল সড়কে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা।
‘রাকিব-নাছিরের দুই গালে, জুতা মারো তালে তালে’ শ্লোগান দিয়ে ত্যাগীদের বঞ্চিত করে তেজগাঁও কলেজের নবগঠিত কমিটি আমরা মানি না বলে অভিযোগ করেন পদবঞ্চিত নেতারা।
পদবঞ্চিতরা আরো বলেন, বিগত ১২ বছর যাবত তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সাথে আমরা রাজনীতি করছি। তারেক রহমানের নির্দেশে আমরা হরতাল অবরোধ পালন করেছি, খেটেছি জেলও। অর্থ বাণিজ্য, স্বজনপ্রীতি করেই কেবল এমন অবৈধ কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।
এর আগে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় ফার্মগেটের মূল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা।