আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলায় মূল জড়িতদের বাদ দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলামকে মামলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খোকন ইসলাম বলেন, ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়া তৎকালীন ছাত্র উপদেষ্টা সাব্বীর আহম্মেদ চৌধুরী নিরাপদে সরে যেতে পারলেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো প্রক্টর শরিফুল ইসলামকে আসামি বানানো হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।
তিনি আরো বলেন, গত বছরের ১১ জুলাই ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
তখন প্রক্টরকে চাপ দিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বলা হয়, যা তিনি প্রত্যাখ্যান করেন। এখন মূল অপরাধীদের আড়াল করতে শরিফুল স্যারকে মামলায় জড়ানো হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, ‘সারা দেশ দেখেছে যে, পুলিশ গুলি করে আবু সাঈদকে হত্যা করেছে। কিন্তু বিচার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শরিফুল স্যারের নাম দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক।
আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি, প্রকৃত দোষীদের বিচার চাই।’
আবু সাঈদ হত্যা মামলায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনে যাবেন বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.