আমরা যার যার অবস্থান থেকে মহল্লার যুব সমাজকে নিয়ে একতাবদ্ধ হয়ে সুন্দর একটি সমাজ গড়ে তুলি। সামাজিক বন্ধন তৈরি করি, সমাজের যুবকদের নিয়ে সমাজ সুদ্ধের জন্য কাজ করি। যে সমাজ সুদ্ধ হবে সে সমাজে থাকবেনা কোনো প্রতিহিংসা, থাকবেনা কোনো বেকারত্ব, থাকবেনা কোনো মাদকাসক্ত, শান্তিময় হবে সমাজ, হবে কর্মসংস্থান, দুর হবে বেকারত্ব।
প্রতিটি মহল্লায় একটি করে যুব সংঘটিত হয়ে বেকারত্ব দুরিকরনের জন্য আলোচনা ও মতামত প্রকাশ করতে হবে। কিভাবে সবাই মিলে মিশে দায়িত্ব নিয়ে মহল্লার যুবকদের নিয়ে বেকারত্ব দুরিকরন করা যায়? মাদকাসক্তদের মাদক থেকে ফিরিয়ে আনা যায় এবং কর্ম সংস্থানের ব্যবস্থা করা যায়। সবাই মিলে একটি করে ফান্ডিং এর ব্যাবস্তা করতে হবে এবং এক এক করে সবাই সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সমাজকে সুন্দর করার জন্য সামাজিক বন্ধন তৈরি করে সবাই মিলে সমাজের কাজ করতে হবে, সমাজের উন্নয়ন মূলক কাজ যেমন স্কুল মাদ্রাসা মসজিদ রাস্তা ঘাট থেকে শুরু করে সামাজিক প্রতিষ্ঠান গড়তে হবে, আর্থিক যোগান এর ব্যাবস্হা করতে হবে, আমরা যদি সবাই মিলে মিশে চেষ্টা করি, তা হলে সম্ভব সমাজকে বদলে দিতে, যে সমাজে থাকবেনা মাদকাসক্ত থাকবেনা কোনো বেকারত্ব, থাকবেনা কোনো প্রতিহিংসা শুধু থাকবে সবার একতাবদ্ধ।
একজন আরেক জনের কর্ম সংগতি, আমাদের সকলকে একে অপরের পাশে দাড়াতে হবে, সবাই সবার দুঃখ কষ্ট ভাগাভাগি করতে হবে, মহল্লাবাসী একে অপরের খবরা খবর নিতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক বন্ধন, আমরা সবাই যদি আমাদের চিন্তা চেতনাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারি তা হলে আশা করি একটি সুন্দর বিশৃঙ্খলা মুক্ত সমাজ গড়তে পারব, একটি সুন্দর দেশ জাতিকে উপহার দিতে পারবো।
আমাদের এ সুন্দর সচ্ছ উদ্যোগ দেখে পরবর্তী প্রজন্ম তারা ও আমাদের চাইতে আরো সুন্দর করবে তাদের পরবর্তী প্রজন্মকে, আসুন সবাই মিলে মিশে চেষ্টা করি একটি সুন্দর সমাজ গড়ে তুলি, ধন্যবাদ সবাইকে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.