জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যা চলাকালে নীরবতা’ পালন করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি ছাত্র সংগঠন।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানান সংঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
তিনি বলেন, “জুলাই ও অগাস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন চুপ্পু চুপ করে ছিলেন।
“এছাড়া এটিও কারও অজানা নয় যে, তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন।”
গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক বলেন, “একে একে শেখ হাসিনা পালিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এমপিরাও পালিয়ে গেছেন। অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি (সাহাবুদ্দিন) এখনও বহাল আছেন।