• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশে) এর নতুন যাত্রা: অত্যাধুনিক কারখানার উদ্বোধন

বেলায়েত হোসেন শামীম
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

বেলায়েত হোসেন শামীমঃ

গাজীপুরের কাপাসিয়ায় মহাসমারোহে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) -এর নতুন অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এতে থাকছে অত্যাধুনিক মেশিন, নারী ক্ষমতায়ন, পরিবেশ বান্ধব ও সাসটেইনেবল অবকাঠামো এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশসহ প্রশিক্ষণ কেন্দ্র যা দক্ষ জনবল গড়ে তুলবে। নতুন কারখানার মাধ্যমে অত্র এলাকায় সহস্রাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রফতানির পথ সুগম হবে – যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) -এর ম্যানেজিং ডিরেক্টর জনাব কাজী জামিল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল রবিবার দুপুর ১২ টায় কাপাসিয়ায় কোম্পানীর কারখানা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব শীষ হায়দার চৌধুরীসহ, বাংলাদেশ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশি বিদেশি ব্যবসায়িক অংশীদারবৃন্দ, কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা।

উদ্বোধন অনুষ্ঠানেই এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) উন্মোচন করলো তাদের নতুন প্রযুক্তিসম্পন্ন পণ্য “সুপার লাইট”। হালকা, আরামদায়ক এবং পানিরোধী এই পণ্যটি আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে লোটোর সব আউটলেটে। আধুনিক ডিভেন্টিলেশন হোল সম্বৃদ্ধ ডিজাইনের অত্যাধুনিক এই পণ্য আধুনিক লাইফস্টাইল, পারিবারিক উপলক্ষ্য, ক্যাজুয়াল ওয়্যার, আনন্দঘন পরিবেশ, সামার বিচ এবং আউটিং–এ বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে।
এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড যাত্রা শুরু করে ২০০৭ সালে এবং শুরু থেকেই প্রিমিয়াম মানের পাদুকা পণ্য উৎপাদনে মনোনিবেশ করে। ৩৫ জন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করলেও, ক্রমবর্ধমান মান নিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা নীতির কারণে দ্রুতই দেশীয় বাজারে বিশেষ গ্রহণযোগ্যতা ও বিশ্বাস অর্জন করে। ২০১০ সালের দিকে আন্তর্জাতিক মান অনুসারে উৎপাদন সম্প্রসারণের ফলে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করে যার ফলশ্রুতিতে ২০১১ সালে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড ইতালির নাম্বার ওয়ান স্পোর্টস ব্র্যান্ড লোটোর লাইসেন্সি মর্যাদা পায় এবং লোটো বাংলাদেশের যাত্রা শুরু হয়। বাংলাদেশিদের জীবনযাত্রা, আবহাওয়া, আর আর্থিক চাহিদা এসব কিছুর পরিপ্রেক্ষিতে ভোক্তাদের যা প্রয়োজন, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) ঠিক সেই উপযোগী পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করে; যার ধারাবাহিকতায় এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) বাজারে নিত্যনতুন ফুটওয়্যার ও অ্যাপারেল টেকনোলজির সূত্রপাত করে সফলতা অর্জন করে। সফল প্রযুক্তিগুলোর মধ্যে এএমএফ, বুস্ট, ইজি ফিট, ডিপ ড্রাই টেক এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

লোটোর এএমএফ সুপার কমফোর্ট টেকনোলজির আলট্রা ব্রিদেবল আর কমফোর্টেবল ফোমিং এ কর্মব্যস্ত সারাটা দিনেও দেয় অতুলনীয় আরামের নিশ্চয়তা। লোটোর বুস্ট টেকনোলজি সম্বৃদ্ধ সু – প্রতিদিনের হাঁটা আর দৌড়ের জন্য পারফেক্ট কম্প্যানিয়ন। লোটোর বুস্ট পায়ে এনার্জি রিফ্লেক্স করে, দৌড়ের গতি বাড়ায়, শক্তি বাঁচায়। লোটোর ইজি ফিট প্রযুক্তির মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই সু পরিধান যায়। অর্থাৎ ঝুঁকে জুতা পরিধানের ঝামেলামুক্ত – যা বয়সকালীন শারীরিক দূর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেয়। আর লোটোর ডিপ ড্রাই টেক পোলো-টি-শার্ট শরীরের ঘাম শুষে নেয় নিমেষেই। এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডই (লোটো বাংলাদেশ) একমাত্র লাইফস্টাইল ও ফ্যাশন পণ্যের প্রতিষ্ঠান যা বিভিন্ন প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এদেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) -এর প্রত্যেক সফলতার গল্পে এটাই অন্যতম মূলমন্ত্র।

দেশজুড়ে ২২০ টিরও বেশি আউটলেটে বিপুল সমারোহে নতুন এই পণ্যসম্ভার নিয়ে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) স্টাইলিশ ও ফ্যাশনপ্রেমী গ্রাহকদের জন্য অপেক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »