প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় ছাত্রদেরকে রাজাকারের নাতীপুতি বলে মন্তব্য করেছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর এক পর্যায়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা।
পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে বসে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর ৫ই ফেব্রুয়ারি ছিল তার পতনের ৬ মাস পূর্তি। সেই দিনটিতে তিনি লাইভে আসার ঘোষণা দিলেন।
এই ঘোষণায় গোটা ছাত্র-জনতা আরও ক্ষিপ্ত হলেন। তারাও ডাক দিলেন ফ্যাসিস্টদের চিরতরে উৎখাতের। যার ফলশ্রুতিতে বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ও সুধাসদনে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।