ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় ফার্মগেটের মূল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা।
ত্যাগীদের বঞ্চিত করে তেজগাঁও কলেজের নবগঠিত কমিটি আমরা মানি না বলে অভিযোগ করেন পদবঞ্চিত নেতারা। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল তাদের নিয়ে কমিটি করতে হবে বলে জানান তারা।
পদবঞ্চিতরা আরো বলেন, বিগত ১২ বছর যাবত তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সাথে আমরা রাজনীতি করছি। তারেক রহমানের নির্দেশে আমরা হরতাল অবরোধ পালন করেছি, খেটেছি জেলও। রাজপথে সর্বোচ্চটা দিয়ে অধিক সময় রাজনীতি করেছি আমরা। অথচ এই আহ্বায়ক কমিটিতে আমাদের কোন মূল্যায়ন করা হয়নি।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি তিতুমীর কলেজসহ রাজধানীর একাধিক শাখায় নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।