নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে এক কথিত মহিলা ( মালা ) ডাক্তারের ভুল চিকিৎসায় ইতিমধ্যে অনেক রোগীর প্রানহানিসহ দূর্ঘটনা ঘঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
শ্রীপুর-বরমী সড়কের পাশে কথিত ডাক্তার মতিনুর বেগম (মালা)'র বাড়িটিকে হাসপাতাল বানিয়ে দেদারসে ব্যবসা করে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ, মতিনুর বেগম (মালা) দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে অবৈধভাবে গর্ভবতী নারীদের চিকিৎসা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে আগেও অনভিজ্ঞতা ও ভুল চিকিৎসার কারণে বহু নারী ও নবজাতক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানায় এলাকাবাসী।
গত ১৫ মার্চ ঘটে যাওয়া ঘঠনার অবিলম্বে অভিযুক্ত মতিনুর বেগম মালার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অনিরাপদ চিকিৎসার শিকার না হন। নিহত নবজাতকের মায়ের নাম সোনিয়া আক্তার (২৪)। তিনি শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী আরিফ কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা দুজনই শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এমন অনেক অভিযোগ আছে এ হাসপাতালটির বিরুদ্ধে । মতিনুর বেগম মালা ও তার সহযোগীদের ভুল চিকিৎসার কারণে নবজাতকটির মৃত্যু হয়েছে। তারা আরো বলেন, নবজাতকের জন্মের সময় চিকিৎসাগত কোনো জটিলতা ছিল না, কিন্তু অবহেলা ও অদক্ষতার কারণে শিশুটির প্রাণ গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মতিনুর বেগম মালা দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে গর্ভবতী নারীদের চিকিৎসা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে আগেও অনভিজ্ঞতা ও ভুল চিকিৎসার কারণে বহু নারী ও নবজাতক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এসব ঘঠনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে অভিযুক্ত মতিনুর বেগম মালার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অনিরাপদ চিকিৎসার শিকার না হন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.