বেলায়েত হোসেন শামীম ::
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে একটি দোকানঘর জবর দখলের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যগণ ও এলাকাবাসী। কাপাসিয়া মধ্যপাড়া এলাকার বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আজহার হোসেন দুলাল ।কান্না জড়িত কন্ঠে ভুক্তভোগী আজহার হোসেন দুলাল জানান, দীর্ঘ ৭২ বছর যাবৎ সিএস,এসএ ও আরএস খতিয়ান ও দলীলমূলে তারা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক লাগোয়া ১৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। সেখানে দীর্ঘদিন ধরে ১১ টি দোকানঘর নির্মাণ করে তিনি একটিতে ব্যবসা করছেন এবং বাকিগুলো ভাড়া দিয়ে রেখেছেন। কিন্ত গত সরকারের আমল থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মুরাদ ও তার ভাইয়েরা দুই শতাংশ জমি জবর দখল করার পায়তারা করে আসছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সাখাওয়াত হোসেন ও তার ভাই শোয়েব তার দোকানঘর তালাবদ্ধ করে দিয়েছে এবং হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রায় এক কোটি টাকা মূল্যের এ জায়গা ও দোকানঘর জবর দখল মুক্ত করার জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে সাখাওয়াত হোসেন মুরাদ জানান, ওই জমি ও দোকাঘর দলীলমূলে আগে থেকেই তাদের দখলে রয়েছে। আরএস খতিয়ানে দাগ নং ভুল হওয়ায় আদালতে রেকর্ড সংশোধনের মামলা চলমান রয়েছে।