বেলায়েত হোসেন শামীমঃ
গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমেদ চত্বর (বাসস্ট্যান্ড) থেকে গণমিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেসদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।
সমাবেশে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, গত ১৭ মে বিএনপির নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং সাংবাদিকদের দাওয়াত করে এনে অপমান অপদস্থ করেছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। বিএনপির অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।
উল্লেখ, গত শনিবার দুপুরে উপজেলার চেরাগআলী মোড়ে পেষাগত দায়িত্ব পালন কালে ৩০/৩৫ টি মোটর সাইকেল যোগে এক দল সন্ত্রাসী গাজীপুর ও কাপাসিয়ায় কর্মরত ১২ সাংবাদিকের উপর হামলা করে।সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির ক্যামেরাম্যান সহ সকল সাংবাদিকরা আহত হয়। হামলার স্বীকার যমুনা টিভির ক্যামেরা ম্যান রকিকে গুরতর অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এসময় সাংবাদিকদের ক্যামেরা,ডিভাইস, মোবাইল লেপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর ও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ বিষয়ে কাপাসিয়া থানায় যমুনা টিভির ক্যামেরা ম্যান বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এদিকে গত শনিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযোগে উল্লেখিত ২ জনকে আটক করে কাপাসিয়া থানায় সোপর্দ করলে গত রবিবার দিন তাদের গাজীপুর আাদালতে পাঠানো হয়।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.