খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম উপাচার্যের বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে উপাচার্য বলেন, সহিংসতা কখনও প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঢাবি উপাচার্য বলেন, আলোচনার মাধ্যমে বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.