নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র,শীর্ষ সন্ত্রাসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ এপ্রিল বুধবার দুপুরে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে হাজির করা হয়। জানা যায়, গত বছরের ৫ আগস্ট কেন্দুয়ায় সংঘটিত একটি অন্তর্ঘাতমূলক ঘটনার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হন।
মামলার অভিযোগে বলা হয়- এইদিন তারা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিএনজি ও যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এতে ভীতি-সন্ত্রাস ছড়ানোর পাশাপাশি যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ছিল।
মামলাটি দায়ের করেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ (বড় কাইলাটী) গ্রামের মৃত রজমান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৬)।
গ্রেফতার অভিযানটি পরিচালনা করেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার সময় নেত্রকোনার পৌর শহরের মদন বাসস্ট্যান্ড এলাকা থেকে আসাদুল হক ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করা হয়।
ডিবি কর্মকর্তা ইকবাল হোসেন বলেন- “আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় আজ আদালতে পাঠানো হয়েছে।”