রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরের পাশে সুগন্ধা ভিলার ৩য় তলায় ১৩শ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন প্রকৌশলী আজমল হক, যা তার স্ত্রীর নামে নিবন্ধিত। ফ্ল্যাটটির বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
এছাড়া, তার স্ত্রীর নামে বসুন্ধরা সিটি মার্কেটের চতুর্থ তলায় ডি ব্লকে দুটি দোকান (নং-৩৪/ডি এবং ৪৫/ডি) ক্রয় করেছেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। বর্তমানে দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে।
মোহাম্মদপুর কাঁচাবাজারের পাশে একটি বাড়ি ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি বিলাসবহুল ফ্ল্যাট ও জমি কিনেছেন। তার নিজস্ব ব্র্যান্ড নিউ হ্যারিয়ার লেক্সাস গাড়িও রয়েছে।
এখানেই শেষ নয়, গ্রামের বাড়িতে তিনি কয়েকশ বিঘা ফসলি জমি ক্রয় করেছেন। অভিযোগ রয়েছে, তিনি কানাডায় বন্ধুর মাধ্যমে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন। তার স্ত্রীর ব্যাংক একাউন্টেও কোটি কোটি টাকা রয়েছে বলে জানা গেছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে।
এসব অভিযোগের বিষয়ে প্রকৌশলী আজমল হকের মন্তব্য জানতে তার মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আজমল হকের অন্যান্য অপকর্ম নিয়ে আরও কয়েকটি সিরিজ প্রতিবেদন প্রকাশিত হবে। অনুসন্ধান চলমান..
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.