গত ২৫ এপ্রিল ২০২৫ ফরিদপুর গৌড় গোপাল আঙ্গিনার মোরে সকাল অনুমান ৭টার দিক "ভাই ভাই এন্টারপ্রাইজ" (চঞ্চল চক্রবর্তী এর ভাষ্য মতে) নামের একটি অ্যাস কালারের ড্রাম ট্রাক গণপূর্ত বিভাগের ঠিকাদার চঞ্চল চক্রবর্তীকে চাপা দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ডান পার হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় উক্ত স্থানে পুনরায় ইনফেকশন করলে আবারো কেটে ফেলা হয়।
ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসাকরা জানিয়েছেন চঞ্চল চক্রবর্তী অবস্থা খুবই আশঙ্কাজনক এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার পরিবার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.