ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বেলা সাড়ে ১১টায় এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না। মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার।
এদিকে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ‘ক্লাস ও পরীক্ষা বর্জন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজ ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
আগামীকাল ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.