গাজীপুরের নাওজোড় কড্ডা একটি পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন বিপুল সংখ্যক শ্রমিক। আইসিসিএল ইন্টারন্যাশনাল নামের ওই পোশাক কারখানায় সকাল ৯টা থেকে কারখানার শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।
অসুস্থ শ্রমিকদের সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় ক্লিনিক ও গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফ বিল্লাহ বলেন আইসিসি ইন্টারন্যাশনাল নামে পোশাক কারখানা শ্রমিকরা পানি খেয়ে অসুস্থ হয়ে এখানে ভর্তি আছেন আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এটা আমাদের নৈতিক দায়িত্ব ও কয়েকজন রোগীকে আমরা রেফার করেছি। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জিএম আব্দুল হামিদ বলেন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সর্বোচ্চ সেবা আমরা দিয়ে যাচ্ছি আমাদের একটাই লক্ষ্য মানুষকে সেবা দিয়া
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান জানান,মহানগরীর নাওজোর এলাকায় international classic composite Ltd. সকাল ৯ টায় প্রতিদিনের মত শ্রমিকরা যেখান হতে পানি পান করে সেখান হতেই পানি পান করলে এ পর্যন্ত ২০০ জনের মত পেটের ব্যথায় অসুস্থ ফিল করলে তাদেরকে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, কি কারনে শ্রমিকরা অসুস্থ হইছে তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.