গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২৫) গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ৫-৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে এলেও কোনো কাজ-কর্ম করতেন না আনোয়ার হোসেন।
এরমধ্যে তিনি বাবার জমানো ৮ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে খরচ করে ফেলেন। ফের বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, এ নিয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। পুকুরে চাষ করা মাছ বাবার অজান্তেই বিক্রি করে ফেলেন আনোয়ার। এ নিয়ে বাবার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
মঙ্গলবার বিকেলে বাবার গোয়াল ঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ছেলে। এসময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয়। এর প্রেক্ষিতে রাগে ক্ষোভে মঙ্গলবার রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে নিজেই পুলিশকে জানান তিনি। পরে পুলিশ বাবাকে হেফাজতে নেন।
এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.