রমজান মাসে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের বিশাল ভিড় সামলাতে সউদী সরকার জমজমের পানির ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষ (প্রেসিডেন্সি) মুসল্লিদের জমজমের পানি ব্যবহারে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে গ্র্যান্ড মসজিদজুড়ে ২০ হাজার জমজমের পানির পাত্র স্থাপন করা হয়েছে।
সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, জমজমের পানি যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেজন্য মুসল্লিদের কয়েকটি নির্দেশনা মেনে চলতে হবে। ব্যবহৃত প্লাস্টিকের কাপ নির্ধারিত বর্জ্যের বিনে ফেলতে হবে এবং পানির পাত্র খোলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ইবাদতের পরিবেশ নির্বিঘ্ন করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
জমজম পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে গ্র্যান্ড মসজিদের বিভিন্ন স্থানে সুসজ্জিত ওজুখানা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিং ফাহাদ সম্প্রসারণ এলাকা, মাসআ এলাকা (আল-মারওয়ার কাছে) এবং মসজিদের পূর্ব ও পশ্চিম আঙ্গিনা। এছাড়া, মক্কা কোম্পানি ও দার আত-তাওহিদের মধ্যবর্তী স্থানে এবং উত্তর আঙ্গিনায় অতিরিক্ত ওজুখানা স্থাপন করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজেই ওজু করতে পারেন।
প্রেসিডেন্সি কর্তৃপক্ষ মুসল্লিদের আবারও মনে করিয়ে দিয়েছে যে, জমজমের পানি শুধুমাত্র পান করার জন্য সংরক্ষিত, ওজুর জন্য নয়। মুসল্লিদের নির্ধারিত ওজুখানাগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে, যাতে জমজমের পানির অপচয় না হয় এবং পবিত্রতা বজায় থাকে।
সউদী সরকারের এই উদ্যোগ রমজান মাসে ইবাদতকারীদের জন্য জমজমের পানি সহজলভ্য করার পাশাপাশি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে। মুসল্লিদেরও উচিত এই নির্দেশনাগুলো মেনে চলা, যাতে পবিত্র মসজিদের পরিবেশ সবার জন্য আরও শান্তিপূর্ণ হয়। তথ্যসূত্র : গালফ নিউজ
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.