জামায়াত ও ইসলামী আন্দোলন বলছে, তাদের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলো কাছাকাছি আসার চেষ্টা করছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মিত্র বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। মূলত একসময়ের মিত্র বিএনপি ও জামায়াতের উদ্যোগে পৃথক দুটি জোট গঠনের প্রক্রিয়া এখন স্পষ্ট। এর মধ্যে জামায়াতে ইসলামী শুধু ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার প্রক্রিয়ায় বেশি সক্রিয়। এছাড়া তারা অন্য দলগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আছে।
জামায়াত ও ইসলামী আন্দোলন বলছে, তাদের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলো কাছাকাছি আসার চেষ্টা করছে।
ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতা না জোট হবে, বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামপন্থীদের ভোটের একটি ব্যালট চায় দলগুলো। এরই মধ্যে দলগুলোর এক ধরনের বোঝাপড়া হয়েছে দাবি করছে জামায়াত ও ইসলামী আন্দোলন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াত রাজনীতিতে খুবই সক্রিয় হয়ে উঠেছে। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তাদের ধারাবাহিক বৈঠকে একটি ‘ইসলামী জোট’ গঠনের উদ্যোগ স্পষ্ট হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক ‘শত্রু’ হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করে দলটি।
বৃহৎ জোট গঠনে গত ২০ আগস্ট জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কওমি মাদরাসাভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়েছে। দলটির শীর্ষস্থানীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলধারার সাতটি ইসলামী দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পাশাপাশি কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল এবং গত ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার আলেম-ওলামাদের সঙ্গে যৌথ মতবিনিময় করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, এত দিন আদর্শভিত্তিক জোট করতে পারেননি তারা। এটা তাদের ভুল হয়েছে। এখন তারা ইসলাম কায়েমের লক্ষ্যে ধর্মভিত্তিক দলগুলোর একটি জোট গঠনের প্রক্রিয়ায় অনেক দূর এগিয়েছেন। এটি নির্বাচনী জোট না হয়ে নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হতে পারে। যা-ই হোক, ধর্মভিত্তিক দলগুলোর একটি ব্যালট চায় মানুষ।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.