প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৫:০২ পি.এম
ডিজিটাল রূপান্তর কৌশল, আইসিটি সংস্কার রোডম্যাপের খসড়া প্রকাশ

‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’-এর খসড়া প্রকাশ করেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
খসড়ায় জাইকার দেয়া বাস্তবায়ন কৌশল ও ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারিকে আমলে নেয়া হয়েছে।
পাশাপাশি ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত দশটি প্রস্তাবনাও এখানে গৃহীত হবে।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে খসড়ার ওপর মতামত আহ্বান করেছেন।
খসড়ার ওপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’কে আরও সমৃদ্ধ করা হবে বলে জানানো হয়।