নিজস্ব প্রতিবেদক
জয়দেবপুর কমিউটার নামে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে দুই জোড়া ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী রবিবার থেকে নতুন এই ট্রেনের যাত্রা শুরু হবে। আজ বৃহস্পতিবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়দেবপুর কমিউটার-১ ট্রেনটি ঢাকা থেকে সকাল ৫টা ২৫ মিনিটে ছেড়ে যাবে।
জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। জয়দেবপুর কমিউটার-২ ট্রেনটি জয়দেবপুর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৮টা ২৫ মিনিটে। জয়দেবপুর কমিউটার-৩ ঢাকা ছাড়বে সকাল ১১টায়, আর জয়দেবপুর পৌঁছাবে বেলা ১২টায়। আর জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ৪০ মিনিটে।সবগুলো ট্রেন তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে নিয়মিত যাত্রা বিরতি করবে। মাঝের এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। এসব ট্রেন শুক্রবার বন্ধ থাকবে।