কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী দিপু মিয়া (২৬) ও নয়ন মিয়া (২৮) কে আটক করেছে। ধৃত দিপু পুর্ব সাচাইল গ্রামের আলাল উদ্দিনের ছেলে এবং নয়ন একই গ্রামের আঃ করিমের ছেলে।
রোববার ৩ ফেব্রয়ারী রাত ০২:৩০ ঘটিকার সময় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পূর্ব সাচাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীর মধ্যে দিপু মিয়া পূর্ব সাচাইল গ্রামের আলাল মিয়ার ছেলে এবং নয়ন মিয়া একই গ্রামের আবদুল করিমের ছেলে। তাড়াইল থানা পুলিশের এসআই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে অংশ নেন।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, ইয়াবাসহ আটক হওয়া দিপু মিয়া ও নয়ন মিয়া দুজনেই কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের মধ্যে দিপু খুবই কৌশলী। এলাকায় ছিনতাই, চুরি ও রাহাজানির সাথে জড়িত রয়েছে তারা।
ইয়াবাসহ আটকের এই ঘটনায় তাদের বিরুদ্ধে তাড়াইল থানায় মামলা নং-০৩, তারিখ-৩/০২/২০২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারা) দায়ের করা হয়েছে।"
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.