জিয়া উদ্দিন জিয়াঃ
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সারওয়ার হোসেন লিটনকে সভাপতি ও সারোয়ার আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার তাড়াইল সদরের কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দুপুরে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।
তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথিদ্বয় ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল মো. গাউস, আজিজুল ইসলাম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে সারওয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক পদে সারোয়ার আলমকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সংস্কার যেটুকু প্রয়োজন দ্রুত সেরে ফেলে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি তালবাহানা করেন, তাহলে উদ্ভুত পরিস্থিতির দায় দায়িত্ব যারা ক্ষমতায় আছেন তাদেরকেই নিতে হবে।
সম্মেলনের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সভাপতি সারওয়ার হোসেন লিটন। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে সম্মেলনে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৬ সালে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।