
সাতক্ষীরার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি এলাকায় কালভার্টের নিচ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সেলিনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ মে) ভোরে খুলনা-পাইকগাছা সড়কের পাশে হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি কালভার্টের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন মেয়েকে টাকা পাঠানোর উদ্দেশ্যে বাজারে বের হন সেলিনা বেগম। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি।
ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা। ঘটনাস্থলেই পড়ে ছিল সেলিনার ব্যবহৃত মোবাইল ফোন, ওষুধ ও কিছু কাঁচাবাজার।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।