• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

তালেবানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কোন পথে?

অনলাইন ডেস্ক
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

২০২৪ সালের ডিসেম্বর মাসে সৌদি আরব আফগানিস্তানের কাবুলে তাদের কূটনৈতিক মিশন আবার চালু করার ঘোষণা দেয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলে নেওয়ার পর সৌদি আরব তাদের কাবুল দূতাবাস বন্ধ করে দিয়েছিল। দূতাবাস চালুর ঘোষণা সৌদি আরবের নীতির পরিবর্তন ও আফগান তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহকে প্রকাশ করে।

যাহোক, আফগানিস্তান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপ্রকৃতি নির্ভর করবে তালেবান সরকার সৌদি আরবের আধুনিকীকরণ কর্মসূচির সঙ্গে নিজেদের কতটা প্রাসঙ্গিক করে তুলতে পারবে, তার ওপর। বিষয়টি সৌদি আরব–আফগানিস্তান সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।

ঐতিহাসিকভাবে সৌদি আরব আফগানিস্তানের ঘনিষ্ঠ মিত্র। সোভিয়েত–আফগান যুদ্ধের সময় সৌদি আরব আফগান মুজাহিদিনদের প্রয়োজনীয় সম্পদ ও অর্থ দিয়ে সহযোগিতা করেছিল।

সোভিয়েতদের সরে যাওয়ার পর আফগানিস্তানে যে গৃহযুদ্ধ শুরু হয়, তারই এক পর্যায়ে ১৯৯৬ সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। তিনটি দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তৃতীয় দেশটি ছিল সৌদি আরব।

যাহোক, সম্পর্কে বড় একটা ধাক্কা লাগে ১৯৯৮ সালে। সৌদি আরব তালেবান সরকারকে আল–কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হস্তান্তর করতে বলেছিল। তালেবান সেই দাবি প্রত্যাখ্যান করায় দ্বিপক্ষীয় সম্পর্ক বড় ধরনের অবনতি হয়েছিল। সৌদি আরব তালেবান সরকারকে অর্থ সহযোগিতা বন্ধ করে দিয়েছিল।

৯/১১ বা যুক্তরাষ্ট্রে আল–কায়েদার হামলার (টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলা) পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছিল। ওই সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর, সৌদি আরব বলেছিল, মৌলবাদীদের আশ্রয় না দেওয়ার ব্যাপারে তারা যে সতর্কবার্তা দিয়েছিল, সেটা আমলে নেয়নি তালেবান। ৯/১১–এর সন্ত্রাসী হামলার কোনো দায় যাতে না আসে, সে কারণে আফগান তালেবান ও ওসামা বিন লাদেনের সঙ্গে দূরত্ব দেখানোটা গুরুত্বপূর্ণ ছিল।

কাবুলে সৌদি আরবের দূতাবাস আবার চালু করা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সৌদি আরবের একটি বাস্তবসম্মত পদক্ষেপ। কিন্তু সৌদি আরবের যে আধুনিকায়ন কর্মসূচি, তাতে করে আফগানিস্তানে তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। এমবিএসের নেওয়া সংস্কার কর্মসূচিই দুই পক্ষের মধ্যে মতাদর্শগত বিভেদ তৈরি করবে।

২০০৮ সালে তালেবান ও আফগান সরকারের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করেছিল সৌদি আরব। আলোচনাটি অনুষ্ঠিত হয়েছিল মক্কা শহরে রমজান মাসে। আয়োজক ছিলেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল তালেবান ও আফগান সরকারের মধ্যে একটি শান্তিচুক্তি সম্পাদন করা, যার মধ্য দিয়ে অস্ত্র সমর্পণ করে তালেবান আফগান সরকারের মূলধারায় সংযুক্ত হবে। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। কিন্তু সৌদি আরব সরকার তালেবান প্রতিনিধিদের সঙ্গে আবার সরাসরি সম্পৃক্ত হওয়ার নীতি নিয়েছিল, এ ঘটনাটি তারই প্রতিফলন ছিল।

২০১৭ সালে সৌদি যুবরাজ মোহাম্দ বিন সালমান (এমবিএস) সৌদি আরব সংস্কার কর্মসূচি চালু করেন। এমবিএস সৌদি সমাজে নারীদের স্বাধীনতার ক্ষেত্রে কিছু বাধা সরিয়েছেন, উৎসবের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছেন, বিদেশে মসজিদ ও মাদ্রাসায় অর্থায়ন বন্ধ করে দিয়েছেন।

এই সংস্কার কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য হলো, পশ্চিমাদের কাছে ইসলামের একটি সহনশীল এবং মধ্যপন্থী ভাবমূর্তি উপস্থাপন করে।

আফগানিস্তান নিয়ে সৌদি আরবের যে নীতি, সেটাকে অংশত তালেবানবিরোধী বলা যায়। সৌদি আরব আফগানিস্তানে সহিংসতার ব্যবহার ও চরমপন্থার নিন্দা জানিয়েছে। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ২০১৮ সালে সৌদি আরব ওআইসির দুই দিনের সম্মেলন আয়োজন করেছিল। সম্মেলনে বিভিন্ন দেশের ধর্মীয় পণ্ডিতেরা এসেছিলেন, যাঁরা তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছিলেন। সম্মেলনে আফগানিস্তানের প্রতি সৌদি আরবের নতুন কূটনৈতিক অবস্থানকে তুলে ধরা হয়েছিল।

২০২১ সাল থেকে সৌদি আরব আফগানিস্তানে ন্যূনতম সহায়তা দিয়ে আসছে। শুধু মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণসহায়তা দিয়েছে সৌদি আরব। ওআইসি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে এমবিএস তাঁর প্রভাব ব্যবহার করে আফগানিস্তানে মানবিক সহায়তা ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠা করে এই সহায়তাগুলো দিচ্ছেন।

তিন বছর পর এটা স্পষ্ট যে আফগান তালেবান হলো বাস্তবতা। প্রতিবেশী বিশেষ করে মুসলিম দেশগুলোকে তাদের সঙ্গেই সম্পৃক্ত হতে হবে। সৌদি আরবের ক্ষেত্রে মানবিক সহায়তা এবং ওআইসির কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে।

যদিও তালেবান নেতৃত্বে পরিচালিত আফগানিস্তান পুরোপুরিভাবে সৌদি আরবের সংস্কারমূলক কর্মসূচি মেনে নেবে না। কিন্তু বাস্তবসম্মত উপায়ে তালেবানের সঙ্গে সৌদি আরবের সম্পৃক্ত হওয়ার সুযোগ খুঁজতে হবে। বিশেষ করে উন্নয়ন ও বাণিজ্যের ক্ষেত্রে সেই পথ তৈরি করা দরকার।

কাবুলে সৌদি আরবের দূতাবাস আবার চালু করা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সৌদি আরবের একটি বাস্তবসম্মত পদক্ষেপ। কিন্তু সৌদি আরবের যে আধুনিকায়ন কর্মসূচি, তাতে করে আফগানিস্তানে তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। এমবিএসের নেওয়া সংস্কার কর্মসূচিই দুই পক্ষের মধ্যে মতাদর্শগত বিভেদ তৈরি করবে।

আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় সম্প্রতি বেশ কিছু অতি রক্ষণশীল আইন পাস করেছে। এর মধ্যে পুরুষদের দাড়ি কামানো থেকে বিরত রাখা ও নারীদের শিক্ষা বন্ধের মতো পদক্ষেপ রয়েছে।

একইভাবে ইসলামিক স্টেট অব খেরসন, আল–কায়েদা ও তেহরিক–ই–তালেবান পাকিস্তানের মতো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণে আফগানিস্তান এখনো সন্ত্রাসবাদের উর্বর ক্ষেত্র।

সৌদি আরবের সংস্কার কর্মসূচির সঙ্গে নিজেদের প্রাসঙ্গিকতা খুঁজে পেতে হলে তালেবানের একটি পরিবর্তিত ভূরাজনৈতিক পটভূমির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সৌদি আরবের সঙ্গে একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে হলে, মানবাধিকারের বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে।

সোলায়মান মুয়েজ ভূরাজনৈতিক বিশ্লেষক,মিডলইস্ট মনিটর থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »