
রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যেগে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সোচ্চার হওয়ার এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ মে) সকাল দশটায় পাথওয়ে হল রুমে, ৪৮/৩, বিআরটিসি স্টাফ কোয়াটার মার্কেট, সেনপাড়া পরবতা, মিরপুর-১০ । এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোখলেসুর রহমান অতিরিক্ত পরিচালক ( উপ সচিব) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের চেয়ারম্যান মোহাম্মদ রইজুর রহমান ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন সহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন, মহিউদ্দিন আমিন নির্বাহী পরিচালক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
তিনি তার বক্ততায় তৃতীয় লিঙ্গের সদস্যদের জীবন মান উন্নত করার লক্ষে সুশীল সমাজের ধনাঢ্যদের এগিয়ে আসার আহবান জানান। অন্যদিকে তৃতীয় লিঙ্গের সদস্যদের দক্ষতা অনুযায়ী সরকার বিভিন্ন জায়গায় সুযোগ করে দেওয়ার কথাও বলেন তিনি।
এবং তিনি নিজে একজন ক্যান্সার আক্তান্ত রোগী হয়েও অসহায় মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সবশেষে দেশ বাসীর কাছে নিজের শারীরিক সুস্থতা কামনা জন্য দোয়া চেয়েছেন।