সোমবার (৬ই জানুয়ারী) সকালে তেজগাঁও কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ শামীমা ইয়াসমিন ও গভর্নিং বডির হিতৈষী নূর নবীর সাথে ক্যাম্পাস পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এসময় তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি এস এম তারেক আজাদ বলেন, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক, লগি-বইঠার রাজনীতি পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি চর্চা করতে হবে। এছাড়াও শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের পাশে থাকবে।
সাধারণ সম্পাদক জাবের মাহমুদ বলেন, বহু বছর পর ক্যাম্পাসে ছাত্র শিক্ষক বান্ধব সুষ্ঠ পরিবেশ তৈরি হয়েছে, এটা ধরে রেখে ঐতিহ্যবাহী রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার গৌরব মানচিত্রে ছড়িয়ে দেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। একইসাথে ছাত্র সংসদ নির্বাচনের দিকেও আমাদের নজর দিতে হবে। আগামীর নতুন বংলাদেশ গড়তে মেধাবী, সৃজনশীল নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।
সাংগঠনিক সম্পাদক আসিফ হোসাইন বলেন, আজ আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিন্সিপাল ম্যাডামের সাথে সৌজন্য সাক্ষাৎ ছিল অত্যন্ত অর্থবহ। সাক্ষাতে আমরা শিক্ষার মানোন্নয়ন, নেতৃত্বগুণের বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করি। তিনি আমাদের মূল্যবান পরামর্শ দেন এবং ভবিষ্যতের জন্য নতুন দিকনির্দেশনা প্রদান করেন।