সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তরুণ মোর্শেদকে আহবায়ক এবং মোঃ সেলিম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।
উক্ত কমিটিতে সাখাওয়াত হোসেন সরকার, আশিক আহমেদ, আসিফ ইকবাল, এস আই জুয়েল শিকদার, খন্দকার পাভেল, ওমর ফারুক রুবেল, মোহাম্মদ আলী, মো: রাকিব হোসেন, মো: নাজিবুল্লাহ, শাহাদাত হোসেন শাকিল, শাকিল মাহমুদ এবং মো: হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।
এছাড়াও আব্দুর রহমান, আনোয়ার হোসেন রানা, মাহমুদুল হাসান, মো: আরিফুল ইসলাম আরিফ, শাহীন শিকদার, সাজ্জাদ হোসেন শাকিল, রিফাত হোসেন, জোবায়ের হক মোল্লা, ইমন চৌধুরী, নুরুজ্জামান আবির, মহিবুল্লাহ মন্ডল শিহাব, মারুফ ফকির, আবু নাঈম শেখ, মাহি সারওয়ার মুন্না, এসএম জাওয়াদ মুন, নাজমুল হাসান পাপন, বাসেদ আলী পিয়াসকে সদস্য করা হয়েছে।