• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

দুই টাকায় উঞ্চতার আমেজ ছড়ালো শিক্ষার্থী সহযোগিতা সংগঠন 

স্টাফ রিপোর্টার, পাবনা:
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, পাবনা:
মাত্র দুই টাকায় গরীব শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালো শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। ‘দুই টাকায় আমেজ’ নামে  ব্যতিক্রমী শীতবস্ত্র মেলার আয়োজন করে শিক্ষার্থীরা।
বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় শুক্রবার (২৭ ডিসেম্বর) বেড়া পৌর এলাকার সান্যালপাড়া ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করে সংগঠনটি। আয়োজনে দৃষ্টি কাড়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পাবনার সকল শহীদদের নামে স্টলের নামকরণ। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শণ করা হয়।
সকালে ব্যতিক্রমী এই শীতবস্ত্র মেলার উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ খোকন সরদারের পিতা আজিজুল সরদার। প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম। বেড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা  জামায়াতে ইসলামীর সদস্য ডা. আব্দুল বাসেত খান।
মেলা থেকে দুই টাকার প্রতীকী মূল্যে এলাকার গরীব শীতার্ত মানুষ কম্বল কিনে নেন। এর আগে ছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরীব মানুষ খুঁজে বের করে তাদের হাতে চাহিদা অনুযায়ী টোকেন দিয়ে আসেন। সেই টোকেন স্টলে জমা দিয়ে পছন্দমতো শীতবস্ত্র নিয়ে যান।
দুই টাকা দিয়ে টোকেন সংগ্রহ করা পৌর এলাকার শেখপাড়া মহল্লার বৃদ্ধা মনজেলা খাতুন (৭০) বলেন, ‘বাবা ওইসব ছাওয়াল-মাইয়ারা আমার বাড়ি গেছিল। জারের কষ্ট দেহ্যা একটা কম্বলের টোকেন দিছিল, আজ আইসা কম্বল নিলাম।’
আয়শা খাতুন নামের একৃ গৃহবধূ বলেন, ‘এই শীতি খুব উপকার হইলো কম্বলখান পায়া। ওরা খুব ভাল কাহ করতিছে। প্রত্যেক বছর ঈদির মধ্যিও দুই টেকা দিয়ে জামা কাপড় দেয়। আল্লাহ উগারে ভাল করুক।’
ব্যতিক্রমী এ আয়োজনে শুধু গরীব মানুষগুলোর উপস্থিতি মেলাকে পূর্ণতা দিয়েছে বলে মনে করেন এ সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম। তিনি বলেন, তাঁরা প্রকৃত গরিবদের হাতে প্রকৃত সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেন। ‘দুই টাকায় আমেজ’ সে রকম একটি কর্মসূচি। তাঁরা হাজারো মানুষের হাতে দুই টাকার টোকেন তুলে দিয়ে এখানে স্টল সাজিয়ে বসে আছেন। স্বচ্ছল ব্যক্তিদের এখানে আসার সুযোগ নেই।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম বলেন,  ‘সংগঠনটির কর্মকাণ্ড মানবিক। উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। এভাবে অন্য সংগঠনগুলো এগিয়ে আসলে সমাজের আরো অনেক অসহায় মানুষ উপকৃত হবেন।’
উল্লেখ্য, বেড়া উপজেলার এ সংগঠনটির শিক্ষার্থীরা ২০১৬ সাল থেকে তাদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রথমে গরীব শিক্ষার্থীদের সহায়তা করলেও এখন প্রতিটি মানবিক কাজে নিজেদের মেলে ধরছেন। তাদের কাজে এলাকার বিত্তবান মানুষগুলো সহযোগিতা করছেন।
দুই টাকায় তারা ঈদের খাদ্য সামগ্রী ও পোষাক বিতরণ, দুই টাকার ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া পাঠাগার ও এতিমখানা পরিচালনা বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে। তাদের এ উদ্যোগ ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এবছর সংগঠনটি বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »