• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম

দেশে নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৫১ জনের প্রাণহানি: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক:
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সারা দেশে গত নভেম্বর মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৫১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৪২০ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপ–পরিচালক (ইঞ্জিনিয়ারিং বিভাগ) সুবীর কুমার সাহা স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিআরটিএর প্রতিবেদনে বলা হয়, সারাদেশের ৬৪টি সার্কেল অফিসের মাধ্যমে পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, জাতীয় ও স্থানীয় পত্র–পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহের পর যাচাই–বাছাই করে দৈনিক ও মাসিক সড়ক দুর্ঘটনার তথ্য ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে বিআরটিএর ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে। ২০২৪ সালের নভেম্বর মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪৫১ জন নিহত ও ৪২০ জন আহত হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিভাগে ১১৯টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছে। আর চট্টগ্রাম বিভাগে ৭৯টি দুর্ঘটনায় ৭২ জন নিহত ও ১০৫ জন আহত হয়েছে।

এছাড়া নভেম্বর মাসে রাজশাহী বিভাগে ৫৮টি দুর্ঘটনায় ৬১ জন নিহত ও ২৮ জন আহত; খুলনা বিভাগে ৪১টি দুর্ঘটনায় ৮৪ জন নিহত ও ২৬ জন আহত; বরিশাল বিভাগে ৩০টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪২ জন আহত; সিলেট বিভাগে ৩২টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩২ জন আহত; রংপুর বিভাগে ৬৪টি দুর্ঘটনায় ৬২ জন নিহত ও ৪২ জন আহত এবং ময়মনসিংহ বিভাগে ৩৫টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে।

নভেম্বর মাসে সারা দেশের উল্লেখিত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, প্রতিদিন গড়ে প্রায় ১৫টি সড়ক দুর্ঘটনায় প্রায় ১৫ জন নিহত ও প্রায় ১৪ জন আহত হয়। সড়ক দুর্ঘটনায় পতিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ১৫টি (২.১৩%), বাস/মিনিবাস ১০৮টি (১৫.৩৬%), ট্রাক/কাভার্ডভ্যান ১২৫টি (১৭.৭৮%), পিকআপ ২২টি (৩.১৩%), মাইক্রোবাস ১৫টি (২.১৩%), অ্যাম্বুলেন্স ৪টি (০.৫৭%), মোটরসাইকেল ১৮১টি (২৫.৭৫%), ভ্যান ২৩টি (৩.২৭%), ট্রাক্টর ১৪টি (১.১৯%), ইজিবাইক ২৪টি (৩.৪১%), ব্যাটারিচালিত রিকশা ২৪টি (৩.৪১%), অটোরিকশা ৪২টি (৫.৯৭%) ও অন্যান্য যান ১০৬টি (১৫.০৮%) সহ সর্বমোট ৭০৩টি। এরমধ্যে মোটরকার/জিপ দুর্ঘটনায় ১১জন (২.৪৪%), বাস/মিনিবাস দুর্ঘটনায় ৪৩জন (৯.৫৩%), ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৪জন (১.৭৬%), পিকআপ দুর্ঘটনায় ১১জন (২.৪৪%), মাইক্রোবাস দুর্ঘটনায় ৭জন (১.৫৫%), অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১জন (০.২২%) মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৭জন (৩৪.৮১%), ভ্যান দুর্ঘটনায় ২৩জন (৫.১০%), ট্রাক্টর দুর্ঘটনায় ৮জন (১.৭৭%), ইজিবাইক দুর্ঘটনায় ২০জন (৪.৪৩%), ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২৬জন (৫.৭৬%), অটোরিকশা দুর্ঘটনায় ৩৭জন (৮.২০%) ও অন্যান্য যান দুর্ঘটনায় ৬৩জন (১৩.৯৭%) সহ সর্বমোট ৪৫১ জন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »