গত ১৭ বছর দেশে দ্রব্যমূল্য দাম এতই বৃদ্ধি হয়েছিলো যে সাধারন ক্রেতাদের নাগালের বাহিরে ছিলো। ৫ আগষ্ট ফ্যাসিবাদ স্বৈর শাসক শেখহাসিনার পালিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা স্বস্হি পেয়েছে। দেশ ও জনগনকে ভালোবাসতে হবে।
জনগনের কথা চিন্তা করে অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য সহনীয় রেখে ব্যবসা করতে হবে। শুক্রবার রাত ৯টায় ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন পৌর বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ কথা বলেন। বাজার কমিটির সভাপতি আলহাজ্ব নাছির আহম্মেদ বাকলাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর বাজার কমিটির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু।
পৌর বাজার কমিটির যুগ্ন সম্পাদক শাহাজাদা আকন ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা ভাষানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সরোয়ার আলম খান,সহ সভাপতি ওলি পালোয়ান,ব্যবসায়ী নূর ই আলম তালুকদার প্রমূখ। বোরহানউদ্দিন পৌর ওলামাদলের সভাপতি মাওলানা হারুন অর রশিদ কুরআন তেলোওয়াত করেন।।
বক্তরা বলেন- তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ইসলাম পৌর মেয়র থেকে ব্যবসায়ীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে নিরব চাদাবাজী করেছে।
অনুষ্ঠানে বাজার কমিটির উপদেষ্টা পৌর বিএনপির সহ সভাপতি আ:রব হাওলাদার, সহ উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী,যুগ্ন আহবায়ক নাসিম কাজী, যুবদল সভাপতি সিহাব হাওলাদার প্রমূখ উপস্হিত ছিলেন ।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.