নরসিংদী পৌর শহরে অভিযান চালিয়ে সগির আহম্মেদ (২২) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সগির নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার হাবিবুল্লাহর ছেলে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই পৌর শহরের বিলাসদী এলাকায় অস্ত্র কেনা—বেচা হচ্ছে। পরে থানা পুলিশের একটি বিশেষ টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন হিসেবে সগির আহমেদকে আটক করা হয়। পরে, তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক বলেন, বিলাসদী এলাকায় অস্ত্র কেনা—বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সগির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।