নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালু খেকো সন্ত্রাসীরা ককটেল ও গুলি বর্ষণ করার ঘটনা ঘটিয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়ন এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতে ছিলেন— রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব, সারোয়ার আলমসহ পুলিশ ও আনসার সদস্যরা।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, গোপন সূত্রে জানতে পারি দুর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে কয়েকটি চুম্বক ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে বিকেলে আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করতে যাই। অভিযানকালে দূর থেকে আমাদের দেখে তারা ড্রেজারসহ পালাতে থাকে। এসময় তাদের ধাওয়া দিলে দুইটি ড্রেজার থেকে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। পরে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় সন্ত্রাসীরা নদীর তীর, ক্ষেত ও পাশের ঝোপ জঙ্গলে অবস্থান নেয়। অবস্থা অনিয়ন্ত্রিত হওয়ায় কারণে ভ্রাম্যমাণ আদালতের সদ্যদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিযান বন্ধ করে ফেরত আসি। এই অবৈধ বালুখেকোদের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ দলবদ্ধভাবে অবস্থান নিয়ে থাকে। তাই ভবিষ্যতে এসব বালু সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত বালুখেকোদের ধাওয়া দিলে তারা ঝোপ—জঙ্গলে অবস্থান নিয়ে গুলিবর্ষণ করে। এতে নিরাপত্তার কথা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত অভিযান বন্ধ করে চলে আসে। অভিযানে প্রশাসনের ওপর যারা গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ভবিষ্যতে আমরা সেনাবাহিনী, পুলিশ ও আনসারদের সমন্বয়ে ব্যাপক অভিযান পরিচালনা করবো। আমাদের অভিযান বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে।
এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি একই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.