চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় আরও দু’জন।
বোরবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল কালাম (৫৫)। তিনি পটিয়া উপজেলার খরনা ইউপির উত্তর খরনা (ফকিরপাড়া) কালা মিয়ার পুত্র।
আহতরা হলেন- একই এলাকার মৃত আহমদ ছফার ছেলে মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মো. আব্দুল জব্বারের স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম টু কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪) ও একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণসহ গাড়ি দু’টি তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.