পিকনিক থেকে ফেরার পথে বাসে অসুস্থ হয়ে পড়েছেন ইনস্টিটিউট অব সায়েন্স ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির সাত শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৬ ফেরুয়ারি) সন্ধ্যার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সাদিয়া আক্তার পাপড়ি (১৮), সাব্বির (১৯), মনিকা (১৭), নুসরাত (১৭), শিমুল (১৮), সামিয়া (১৮), রাবেয়া আক্তার (১৭)।
ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা জানান, তারা সকালে ছয়টি বাস নিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও পানামা সিটিতে যান পিকনিকে। সেখানে সারাদিন ঘোরাঘুরি ও খাবার খেয়ে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাসের মধ্যেও সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে সবাই নাচানাচি করছিল। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে একটি বাসে এক মেয়ে শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পরপর আরও অন্তত ৬ শিক্ষার্থী অসুস্থ বোধ করেন। পরে ওই বাসেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সন্ধ্যার দিকে অন্তত ৭ শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কেউ কেউ বমি করছে। কারও শ্বাসকষ্ট হচ্ছে। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্যানিক অ্যাটাক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.