• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

পাবনায় বিরোধপূর্ণ জমি দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ

Reporter Name
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার, পাবনা : সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জমির দাবিদার কয়েকজন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় ভয়ভীতি দেখিয়ে বিরোধপূর্ণ ওই ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল।

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুর নিয়ে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।

নিজেদের জমির মালিক দাবি করে ইসমাইল হোসেন প্রামাণিক নামের একজন বলেন, ১৯৪৭ সালে তৎকালীন জমিদার থেকে তাদের বাপ-দাদারা এই জমি কিনে ভোগ দখল আসছিলেন। তাদের নামে ডিএস, সিএস রেকর্ডও রয়েছে। কিন্তু আরএস রেকর্ডের সময় পাশের সরকারি খাস জায়গার সঙ্গে সংযুক্ত করা হয়। যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

কিন্তু সেই বিরোধের সুযোগে এবং ব্যক্তিগত প্রতিহিংসার জেরে ভাড়ারা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু সাঈদ খান জায়গাটি দখল করে স্থানীয় প্রশাসনকে দেন। পরে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়।

কিন্তু গত ৫ আগস্টের পর সাঈদ চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর থেকেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ভেঙে নিয়ে চলে যায়। তাদের কেউ তাড়িয়ে দেয়নি। বা কেউ ঘর ভেঙে দেয়নি। গণমাধ্যমে ঘর ভাঙচুরের প্রসঙ্গে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে জমির মালিক মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে ইসমাইল হোসেন প্রামাণিক ও তার ৬ ভাইসহ কয়েকজন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ ওঠে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু ঘর ভাঙচুর ই নয়, লুট করা হয়েছে ঘরের দরজা, জানালা, টিনের চালসহ প্রায় সবকিছু।

ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্ট রাতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আশ্রয়ণ প্রকল্পের জমিকে নিজেদের দাবি করে সেখানে বসবাস করা পরিবারগুলোকে জোরপূর্বক তুলে দেয়। একইসাথে ঘর ভেঙে সবকিছু লুট করে নিয়ে গেছে। বাধ্য হয়ে মাথা গোঁজার ঠাঁই হারানো ওই পরিবারগুলো অন্যের বাড়িতে, বাধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযান করছেন।

ওই আশ্রয়ণ প্রকল্পের জমি নিজেদের দাবি করে আদালতে মামলা চলমান উল্লেখ করে সেখানে সাতজনের নাম সম্বলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে চক্রটি। জমির মালিক দাবিদার সাতজন হলেন, ভাড়ারা পশ্চিম জামুয়া গ্রামের আকরাম প্রামাণিক, উম্মত প্রামাণিক, আক্কাস প্রামাণিক, ইব্রাহিম প্রামাণিক, ইসমাইল প্রামাণিক, নায়েব আলী ও নবাব আলী।

এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত ও প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »