গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার আর শাস্তি এড়াতে আওয়ামীলীগের অঙ্গসংগঠন উত্তরা মৎস্যজীবী লীগের কয়েক ডজন হাইব্রিড নেতা টঙ্গী ৫৭নং ওয়ার্ড সান্দার পাড়া বিএনপিতে যোগ দেয়ার পথ খুজছেন বলে জানা গেছে।
উত্তরা আওয়ামী মৎস্যজীবী লীগের সুবিধাভোগি নেতা মোঃ সাজিব হোসেন, মোঃ শাহেন শাহ, মহসিন হোসেন, মোঃ রুবেল, মোঃ মাইনুল, মোঃ রাসেল সহ অনেকেই শ্রী রামচন্দ্র দাসের নেতৃত্বে দেশে অরাজকতা সৃষ্টি করার পর এখন শাস্তি এড়ানোর জন্য বিএনপিতে যোগ দিতে তদবির শুরু করেছেন। শুধু বিএনপি না, জামায়াতে যোগ দেওয়ার সুযোগও খুঁজছেন বেশ কয়েকজন নেতা।
শাস্তি এড়ানোর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিএনপিতে যোগ দিতেও প্রস্তুত তারা।
কেন্দ্রীয় মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এনবিবিকে বলেন, ৫ আগস্টের পর আওয়ামীগের অনেকে বিএনপিতে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু কারও পুনর্বাসনের সুযোগ নেই। যদি কেউ ভুল পরিচয় দিয়ে কমিটিতে ঢুকে কিংবা ঢোকার চেষ্টা করে অভিযোগ পেলে তদন্ত পূর্বক তৎক্ষনাৎ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.