ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধে ০৮ ব্যাচের উদ্যোগে আয়োজিত সাধারণ ছাত্রদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধে প্রতিষ্ঠানটির ০৮ ব্যাচের উদ্যোগে সাধারণ ছাত্রদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী আবু বকরের সভাপতিত্বে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ০৮ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আমানুল্লাহ খান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিত রাইয়ান,তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ, মিনহাজুল আবেদীন সহ কলেজটির অন্যান্য বিভাগ ও বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।
যুব সমাবেশে শিক্ষার্থীরা বলেন " আমাদের এই ক্যাম্পাসে এখন থেকে আর কোন ধরনের রাজনীতি চলবে না। ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ এবং ছাত্রশিবির সহ কোন ধরনের ছাত্র সংগঠন থাকতে পারবেনা।
আমরা চাইনা ভবিষ্যতে কোন ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর এরকম অত্যাচার ও নির্যাতন চালাক। ক্যাম্পাসে রাজনীতি মুক্ত আমরা একটি সুন্দর শিক্ষাঙ্গন ও পড়াশোনার পরিবেশ চাই। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত হোক এবং লেখাপড়ার পরিবেশ বজায় থাকুক। আমাদেরব তদাবি মেনে নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে এবং রেলপথ অবরোধ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.