ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
সকাল ১১টার দিকে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে ’ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সকাল ১০টার দিকে আশুলিয়ার বাইপাইলে মিছিল করেছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে বাইপাইল মোড়ে।
গ্লোবাল স্ট্রাইকের ডাকে সাড়া দিয়ে আজ সারাদেশে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৬ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। এটি হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।