বিরতির পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফের ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙা শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাড়ির সামনের অংশের অনেকটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এক্সকাভেটর দিয়ে চলছে এ ভাঙার কাজ। জাদুঘরের মূল ভবনটি ইতোমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সকালে ফজরের নামাজের পর শতাধিক নতুন মানুষকে ঘটনাস্থলে দেখা গেছে। এর মধ্যে অনেকে রাজধানীর চৌকাঠ-সাভার, আশুলিয়া ও টঙ্গী থেকে থেকে এসেছেন। অনেককে অটোরিকশায় করে জাদুঘরের ধ্বংসাবশেষ নিয়ে যেতে দেখা গেছে।
এর আগে, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ জনতা। এদিন রাত ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা শুরু হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বুধবার রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে 'বুলডোজার মিছিল'র ঘোষণা দেওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় ছাত্র-জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এ কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
শুধু ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবের বাড়িই নয়, গতকাল শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ভবনটি ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত।
এছাড়া, গতরাতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ম্যুরাল, শেখ হাসিনার আত্মীয়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।