কমিটির সদস্যদের অনেকেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ ও প্রভাব বিস্তার করেছেন বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। একাধিক প্রকল্প ও কাজে এই কমিটির সদস্যদের সুবিধাভোগের অভিযোগও রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক পদোন্নতি, প্রকল্প অনুমোদন এবং অর্থবিনিয়োগে অসঙ্গতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই কমিটি আদৌ প্রকৌশল উন্নয়নের জন্য কাজ করছে, নাকি শুধুই একটি রাজনৈতিক বলয়ের অংশ — সেই প্রশ্ন এখন প্রকৌশল মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পরবর্তী পর্বে থাকছে:
কারা এই কমিটির মূল সুবিধাভোগী?
কীভাবে রাজনীতি আশ্রয় করে প্রকৌশল নিয়োগ ও প্রকল্পে দখলদারিত্ব চলছে?
প্রকৌশল বিভাগে দুর্নীতির রূপরেখা ও নিরীক্ষার অভাব।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.