• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কনসার্টে বাধা, যা জানা গেল

অনলাইন ডেস্ক
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুক্তমঞ্চে অনুষ্ঠানে বাধা দেন আবাসিক হলের শিক্ষার্থীরা। ওইসময় কয়েকজন উত্তেজিত শিক্ষার্থী কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদ (ববিচাস) আয়োজিত ‘বাসন্তিক’ অনুষ্ঠানে বাধার মুখে দ্রুত গান শেষ করতে হয় ব্যান্ডদল কৃষ্ণপক্ষকে। এমনকি শিক্ষার্থীদের তোপের মুখে একপর্যায়ে জঙ্গলে অবস্থান নিয়ে নিজেদের রক্ষা করতে হয়েছে বলেও ফেসবুকে এক পোস্টে জানিয়েছে দলটি।

গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দলটি তাদের ফেসবুক পেইজে ঘটনার বিস্তারিত তুলে ধরলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

যা জানা গেল

বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুক্তমঞ্চে অনুষ্ঠানে বাধা দেন আবাসিক হলের শিক্ষার্থীরা। ওইসময় কয়েকজন উত্তেজিত শিক্ষার্থী কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন। ঘটনাস্থলে প্রক্টর সোনিয়া খান সনি উপস্থিত হলে তিনিও তোপের মুখে পড়েন।

অনুষ্ঠান বন্ধ করতে গিয়েছিলেন এমন চার শিক্ষার্থীর সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের একটি পরীক্ষা ছিল। পরীক্ষার্থীরা উচ্চশব্দে পড়াশোনা করতে পারছিলেন না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন ইসলাম জানান, হলগুলো মুক্তমঞ্চের কাছাকাছিই। হলগুলোতে পড়াশোনার পরিবেশ বজায় রাখতে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে লিখিত দিয়েছিলেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম যেন রাত ৯টার মধ্যে শেষ করা হয় সে কথা বলা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে এমন বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ববিচাসের একটি প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। যেটি নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও রাত প্রায় ১টা পর্যন্ত চলে। আর এর পরিপ্রেক্ষিতে শের-ই-বাংলা হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে মুক্তমঞ্চস্থলে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমস্যার কথা জানান।

বিষয়টি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদের সাধারণ সম্পাদক সাদনান ফাহিম বলেন, আয়োজক হিসেবে আমাদের ব্যর্থতা ছিল। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে অনুষ্ঠান শুরু হয়। এজন্য অনুষ্ঠান শেষ করতেও অনেক দেরি হয়ে যায়।

সংগঠনটির সভাপতি ফারহিা আনজুম নওশিন জানান, বিষয়টি মীমাংসা করা হয়েছে।

হঠাৎ কেন বাধা?

শিক্ষার্থীরা জানিয়েছেন, মুক্তমঞ্চে অনুষ্ঠানের কারণে বেশ কিছুদিন ধরেই ছাত্রাবাসের শিক্ষার্থীরা অতিষ্ঠ ছিলেন। গত ২০ দিনে এই মঞ্চে ছয়টি বড় ধরনের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানগুলোও গভীর রাত পর্যন্ত চলেছে। ববিচাসের অনুষ্ঠানের ঠিক আগের দিন ওই মঞ্চে রাত সাড়ে ১১টা পর্যন্ত কনসার্টের আয়োজন করে উদ্ভিদবিদ্যা বিভাগ। ওই অনুষ্ঠানকে ঘিরে মুক্তমঞ্চের পাশে মাদক সেবনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলার মধ্যেই চারুকলা সংসদের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় ছাত্রাবাসের শিক্ষার্থীরা বাধা দেন। একইসাথে বেশ কয়েক দফা দাবিও তুলে ধরেন তারা।

যা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

চারুকলা সংসদের অনুষ্ঠানে বাধা দেওয়ার বিষয়ে প্রক্টর সোনিয়া খান সনি বলেন, আবাসিক শিক্ষার্থীদের মতো আমারও অসুবিধা হয়। তবে আজ সবকিছু বুঝে উঠতে সময় লেগেছে। এজন্য দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নোটিশ দিয়ে সময় নির্ধারণের বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে।

ব্যান্ডদলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ছুটে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »