নোটিস পাওয়ার কথা স্বীকার করে আহ্বায়ক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দেওয়া হবে।
দলীয় নির্দেশনা অমান্য করে মোটর শোভাযাত্রা করার অভিযোগে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা নোটিসে বরিশাল
মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর দলের নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভীর সই করা এক নোটিস জারি করেন।
এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও কারসহ সব যানবাহনের শোভাযাত্রা পরিহার করার নির্দেশনা ছিল।
ওই নোটিসে বলা ছিল, শোভাযাত্রার কারণে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। যা কোনোভাবেই কাম্য নয়।
কেন্দ্রীয় ওই নিদের্শনা না মেনে শনিবার দুপুরে প্রাইভেট কারসহ মোটরসাইকেলের বহর নিয়ে বরিশালে ফেরেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার।
পরে একইভাবে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে আসেন তারা।
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে দলীয় কার্যালয়ে আসার পথে পথে যানজটের সৃষ্টি হয়েছে।
নগরীর ব্যস্ততম নথুল্লাবাদ এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে লিফলেট বিতরণের সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে পথচারীসহ ওই এলাকার যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ নিয়ে পথচারী ও যানবাহন চালক ও যাত্রীরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, “ঢাকা থেকে আসার পর একটু লোকজন হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই কেন্দ্র থেকে শোকজ নোটিস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এর জবাব দেওয়া হবে।”