প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৯:২৫ এ.এম
বহিষ্কৃত নেতা ফের বনানী থানা বিএনপির অনুষ্ঠানে মিছিল নিয়ে

দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বহিষ্কৃত বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এখনো নিজেকে বিএনপি নেতা হিসেবেই দাবি করছেন। বহাল তবিয়তে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং ফের বিএনপির নাম ভাঙিয়ে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
একজন বহিষ্কৃত নেতা কিভাবে ফের বিএনপির কর্মসূচিতে অংশ নেন এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠেছে তাকে যে কারণে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে সেসব কর্মকাণ্ড এখনো থেমে নেই!
সোমবার (৩ মার্চ) বনানী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বনানী থানা আয়োজিত বিএনপি ৩১ দফা কর্মশালা ও ইফতার পার্টিতে বহিষ্কৃত নেতা আবদুল্লাহ আল মামুনকে মিছিল নিয়ে হাজির হতে দেখা যায়। দেখা যায় মামুন অনুষ্ঠানে সামনের সাড়িতে থাকা সিনিয়র নেতাদের সঙ্গে সেলফি তুলছেন। এসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক!
বহিষ্কৃত নেতা আবদুল্লাহ আল মামুন দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো নিজেকে পূর্বের ন্যায় বিএনপি পরিচয়ে চলেছেন। এখন প্রশ্ন উঠেছে তাহলে কেন বহিষ্কার আদেশ? বহিস্কারের আদেশ কী তাহলে শুধুমাত্র লোক দেখানো?
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে বহিষ্কার করে বিএনপি। গত (১৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।