• শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

বিআরটিএর বিশেষ অভিযানে ২৮৯টি পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা

স্টাফ রিপোর্টার :
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বিআরটিএ’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে সারাদেশে বিআরটিএ’র মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়।

গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালিত হয়। এ মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতি (ওভার স্পীড), হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালনা, মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন ইত্যাদিসহ অন্যান্য আইন ভঙ্গের কারণে মোট ২৮৯টি মামলাসহ ছয়লক্ষ সাতাশি হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই ব্যাপারে ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে সারাদেশে বিআরটিএ র বিশেষ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। সাধারণ মানুষকে কোন রকম বাস মালিক কর্তৃক বেশি ভাড়া আদায় না করতে পারে সেই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদ পরবর্তীতে নির্বিঘ্নে রাজধানীতে সাধারণ মানুষ নির্বিঘ্নে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনীসহ কয়েকটি সংস্থা সারা বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে। কোন রকম ঝামেলা ছাড়া সাধারণ জনগণ রাজধানীসহ সারাদেশে নিজ নিজ কর্মসংস্থানে যোগদান করতে পারেন। কোন দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যাপারে আমাদের বিজ্ঞ টিম সতর্ক অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »