দলের কোনো পদ-পদবিতে নেই। ছিলেন না কোনো কর্মসূচিতে। আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেছেন
আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়ছেন অনেকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলটির নেতাকর্মীরা।
বিএনপি নেতারা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে একটি স্বৈরশাসকের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। হত্যা, নির্যাতন, মামলা-হামলা আর জেলবন্দি জীবন পার করে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এর পরপরই দেশের বিভিন্ন স্থানের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে। যখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা বিজয় উৎসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন, পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে আসার প্রক্রিয়া শুরু করেছেন, তখনই শুরু হয় বিভিন্ন স্থানে দখল, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা। এতে পুরো আন্দোলনে তাদের সফলতা, বিজয় অনেকটা ম্লান হতে থাকে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে দখল ও লুটপাটের নানা খবর আসতে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান দখল, বাসাবাড়ি দখল, লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মীর বাসাবাড়িতে হামলা, সংখ্যালঘুদের বাড়িতে হামলাসহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গণডাকাতির খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে সাধারণ মানুষের মধ্যে বিজয়ের যে আনন্দ, তা অনেকটাই ম্লান হতে থাকে। তারা শঙ্কিত হতে থাকেন নিরাপত্তা নিয়ে।
এ রকম ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, টঙ্গীর এরশাদ নগর এলাকায় আধিপত্য বিস্তার করছেন এক সময়কার রাজপথ কাঁপানো আওয়ামী লীগ নেতা মইজুদ্দি, মঞ্জুর হোসেন সোহাগ ও তার দূসররা। বর্তমানে নিজেদের পদ পদবীবিহীন ৪৯ নং ওয়ার্ড যুবদল নেতা পরিচয় দিয়ে বিভিন্ন রকম অপকর্ম চালানোর সংবাদ পাওয়া যাচ্ছে। সে সাবেক যুবদল নেতা আনোয়ার এর ভাগিনা পরিচয় দিয়ে এবং নিজেদের যুবদলের কর্মী দাবি করে প্রচার চালাচ্ছে। তবে যুবদলের নেতাকর্মীরা জানান, মইজুদ্দি, মঞ্জু যুবদলের কেউ না। বিগত দিনে কোনো কর্মসূচিতেও তাদের দেখা যায়নি। শুধু স্বৈরাচারী আওয়ামীলীগের মিটিং মিছিল নিয়ে তারা রাজপথ ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি এক নেতা জানান, মইজুদ্দি ও মঞ্জু এক সময়কার সাবেক যুবদল নেতা আনোয়ারের ভাগিনা। বর্তমানে আনোয়ার নিজের পেশি শক্তি বাড়াতে তার দুই ভাগিনাকে যুবদলের কর্মী পরিচয় জাহির করে পাশে রাখছেন।
অথচ মইজুদ্দি ও মঞ্জু বিগত সরকার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর এর রাজনীতি করেছে। এছাড়া মইজুদ্দি ও মঞ্জুকে গাজীপুর ২ আসনের সাবেক এমপি রাসেলের বিভিন্ন প্রোগ্রামেও দেখা যেত। তারা ছিল সুবিধাবাদী আওয়ামী লীগ। মূলত যারা বিগত দিনে আওয়ামী লীগের মিছিল, সমাবেশ কিংবা কর্মসূচিতে সরব ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় ভোট চেয়ে ধাপিয়ে বেরিয়েছেন মঞ্জু। আওয়ামী সরকার পতনের পর এখন তারা ভর করছেন বিএনপির ওপর। অনুপ্রবেশকারীরা দলের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীর। তবে এবিষয়ে যুবদল নেতা আনোয়ারের কাছে জানতে চাইলে তিনি জানান, মঞ্জুর হোসেন জিহাদ সম্পর্কে আমার ভাগিনা হয়। সে কোন ধরণের চাদাবাজি, দখলবাজিতে জড়িত নয়। যদি কোন প্রমান দিতে পারেন তাহলে আপনারা(সাংবাদিকরা) যা বলবেন আমি তাই মেনে নিব। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনুসারী মইজুদ্দি ও মঞ্জু হঠাৎ করেই যুবদল নেতা পরিচয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
মঞ্জু সর্বশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় নির্বাচনে প্রচারণায় দেখা গেছে। টঙ্গীর একজন বিএনপি নেতা কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা ১৭ বছর ধরে জুলুম-নির্যাতন সহ্য করে এখন একটু স্বস্তি পেয়েছেন। অথচ গুটিকয়েক নেতা যেভাবে অপকর্ম করছেন, তাতে জনগণের ভালোবাসা, আস্থা অনেক হ্রাস পেয়েছে এ কয়েক দিনে।
বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন বিএনপি পরিচয়ে অপকর্ম করছেন। যারা এতদিন আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে নিয়মিত ছিলেন, তারা এখন বিএনপির মিছিলে আসছেন। মোবাইলে ছবি তুলে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করছেন। জানতে চাইলে মঞ্জুর হোনেন সোহাগ বলেন, টঙ্গীতে শুধু আমাকে পেলেন, আর কাউকে খুঁজে পেলেন না। আপনার পত্রিকাসহ আরও কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমাকে ভাইরাল করে দেন।
জানা গেছে, এসব অনুপ্রবেশকারী বিভিন্ন অপকর্ম করলেও দায় নিতে হচ্ছে বিএনপিকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.