এনামুল কবির সোহেল:
মহান বিজয় দিবসে পিরোজপুরের ভান্ডারিয়ায় স্মরণকালের বিশাল বিজয় র্যালি করেছে কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়া সরকারিকলেজের সাবেক ভিপি মোঃ মাহমুদ হোসেন।
সোমবার বেলা ৩টায় বাসস্ট্যান্ড উপজেলা মডেল মসজিদের সামনে থেকেনেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় র্যালিতে অংশ নেন।
র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধানসড়ক প্রদক্ষিণ শেষে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিরকেন্দ্রীয় নেতা মোঃ মাহমুদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপিরসাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।