ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে পিরোজপুরের ভান্ডারিয়ায় সমাবেশ করেছে বিএনপি।
রবিবার বিকালে উপজেলার তেলিখালী ইউনিয়নে গোলবুনিয়া নেছাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা মাহমুদ হোসেন বলেন, এই ৩১ দফার ভিত্ত্বিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে। এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা আরো কয়েক বছর আগেই আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষণা করেছিলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের লুটেরারা বাংলাদেশের সব কিছু লুট করে ৩শ এমপি এমন কি ইউনিয়ন চেয়ারম্যান সহ পালিয়ে গেছে। কিন্তু তেলিখালিতে এখনো আওয়ামীলীগের কিছু প্রেতাত্মা রয়ে গেছে। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে এই দেশে ৩১ দফা বাস্তবায় হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র তেলিখালি ইউনিয়নের সাবেক সভাপতি মির্জা গোলাম সরোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, ভান্ডারিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপি আহবায়ক মান্নান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইসলাম সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক প্রমূখ্য।